রক্ত দিন,জীবন বাচান!

'ক' এর রক্তের প্রয়োজনে রক্তদান
করেছে 'খ'
'খ' এর রক্তের প্রয়োজনে রক্তদান
করেছে 'গ'
'গ' এর রক্তের প্রয়োজনে রক্তদান
করেছে 'ঘ'
'ঘ' এর রক্তের প্রয়োজনে রক্তদান
করেছে 'ক'
এবার বলুন তো কোন রক্তদাতা
- কোন ধর্মের অনুসারী?
- কোন বর্ণ, গোত্রের?
- কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক?
- কে ধনী বা কে গরীব?
- কিংবা কি তাঁদের জাতীয়
পরিচয়?
উত্তর আমার জানা নেই, আপনারও
জানা নেই... কারন উপরের সকলের
একটাই পরিচয় "রক্তদাতা",
সর্বোপরি 'মানুষ'...
পৃথিবীর সকল মানুষের রক্ত লাল। ধর্ম,
বর্ণ, আদর্শ, রাজনৈতিক
দৃষ্টিভঙ্গি সবকিছু
নির্বিশেষে একটাই পরিচয়
“আমরা মানুষ”। যখন জরুরী রক্তের দরকার
পরে তখন সেই মানুষটি কোন
ধর্মাবলম্বী, কোন গোষ্ঠীর, কোন
রাজনৈতিক দলের সাপোর্টার,
ধনী নাকি গরীব - এইটা সম্পূর্ণ গৌণ
বিষয়। তখন শুধু একটা বিষয়ই মুখ্য “এই
মানুষটাকে বাঁচাতে হবে। নিজের
সর্বোচ্চ
চেষ্টা দিয়ে মানুষটাকে বাঁচাতে হবে।”।
এমন জরুরী মুহূর্তেও আপনার
কাছে যদি ধর্ম, বর্ণ
কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মুখ্য
হয়ে দাঁড়ায়, তাহলে আপনার “মনুষ্যত্ব”
নিয়ে আমার বিরাট সন্দেহ রয়েছে...
================================
আমাদের একটাই পরিচয় "মানুষ",
এবং একটাই আদর্শ "মনুষ্যত্ব"...
কার্টেসীঃশুভ ভাই
ফেসবুকে আমি

Comments

Archive

Contact Form

Send