আমরা কি শুনছি???

বাংলানিউজ
এবং মানবজমিনে রিপোর্ট
করেছে ওজিল
রোযা রেখে খেলেছেন ৷
ওজিল বিশ্বকাপের সমুদয় অর্থ গাজায়
দান করেন !!!!!
কিন্তু আসলে ও বিশ্বকাপের
পাওয়া টাকা থেকে এক টাকাও দান
করেনি গাজায়।বরং ব্রাজিলের ২৩
জন অসুস্থ্য শিশুর সার্জারীর জন্য
টাকা দিয়েছে। আর
গাজায় যে টাকা দান
করেনি সেটা নিশ্চিত
করেছে ওযিলের
রিপ্রেজেন্টেটিভ। ওযিল এখন
ছুটিতে আছে, গাজায়
টাকা দিবে কিনা সেটার
সিদ্ধান্ত পরে হতে পারে। [1]
এবার আসি রোজা রাখার
ব্যাপারে ৷ ওযিল
রোযা রেখে কোন ম্যাচ খেলেনি।
বরং জার্মানীর সেন্ট্রাল কাউন্সিল
অব মুসলিম কায়রোর
দ্যা ইসলামিক আল-আযহার
একাডেমী থেকে ফতোয়া এনে দিয়েছে,
খেলার জন্য
রোযা ভাঙ্গতে পারবে সে। মজার
ব্যাপার, ওযিল নিজেই
বলেছে যে সে খেলার সময়
রোযা রাখবে না। [2]
বিশ্বকাপের অর্জিত সমুদয় অর্থ
প্যালেষ্টাইনে দান করেছেন
একমাত্র আলজেরিয়ার ফুটবল টিম [3]
আমি নিজেও অনুসন্ধান
করে বিদেশি কোন বিশ্বস্ত
ওয়েবসাইটে এ নিয়ে কোন তথ্য পাই
নি ৷ এমনকি মেসুত ওজিলের
অফিসিয়াল পেজেও কোন তথ্য
পাওয়া যাই নি ৷ বাংলানিউজ
দেশের নাম্বার ওয়ান অনলাইন
নিউজপেপার ৷ তাদের
সাইটে কাটতি বাড়ানোর জন্য এরকম
ভুয়া খবর দিবে ভাবতে পারি নাই ৷
আসল খবরের লিংকঃ
লিংক ১
লিংক ২
লিংক ৩
ফেসবুকে আমি!

Comments

Archive

Contact Form

Send