নেশা!!!
থানার ঘড়িতে ঢং করে শব্ধ
হলো একটা।
সাড়ে-বারো,এক কিংবা দেড় যে-
কোনোটা হতে পারে।আমার
আরেকটা সিগারেট ধরাবার
ইচ্ছা হচ্ছে।কে জানি বলেছিল
সিগারেটের
আনন্দটা আসলে সাইকোলজিক্যাল।
তুুমি একটা কিছু পুড়িয়ে শেষ
করে দিচ্ছ
তার আনন্দ।অনেকে আবার
বলেন,নিঃসঙ্গের সঙ্গী। এই
মধ্যরাতে আমি একলা জ্বেগে আছি,নিঃসঙ্গ
তো বটেই!সিগারেটের
একটি বিজ্ঞাপন দেখেছিলাম
সিনেমায়।সমস্ত পর্দা অন্ধকার।
আবছা আলোয় হলে দেখা গেল বড়
রাস্তা ধরে এগিয়ে আসছে কে একজন।
চারপাশে কেউ
নেই,ভুতুড়ে আবহাওয়া,থমথম
করছে অন্ধকার।পর্দায়
দেখা গেল'সে কি নিঃসঙ্গ???
পর্দায় লেখা হলো_না নিঃসঙ্গ নয়!
এইতো তার সঙ্গী।'চমৎকার বিজ্ঞাপন।
আমার মনে হয় সিগারেটের নেশার
মুল্যের চেয়ে বন্ধুত্বের মুল্য অনেক
বেশী!!"
# নন্দিত_নরকে
হুমায়ুন আহমেদ স্যারের
প্রতিটি লেখনিতে সিগারেটের
উপস্থিতি বিদ্যমান
এমনকি তিনি ছিলেন একজন চেইন
স্মোকার
ফেসবুকে আমি
Comments